শ্রীমঙ্গলে বিভিন্ন প্রাণীর কামড়ে ২৩ জন আহত
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৫, ৬:০৯:১৬ অপরাহ্ন

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শিয়াল, বানর, বিড়াল, কুকুর ও পোকাসহ বিভিন্ন প্রাণীর কামড়ে অন্তত ২৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার আশিদ্রোন, কালীঘাট ও আশেপাশের এলাকায় এই ঘটনাগুলো ঘটে। আহতের বেশীরভাগ শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
শ্রীমঙ্গল সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. জুবায়ের জানান, আশিদ্রোন ইউনিয়নের ১০ জন ও কালীঘাট ইউনিয়নের ২ জনকে শিয়াল কামড় দিয়েছে। এছাড়া ঢাকার আশুলিয়া থেকে আসা এক পর্যটককে বানর কামড় দেয়। পাশাপাশি ৭ জনকে বিড়াল, ২ জনকে কুকুর এবং ১ জনকে পোকা কামড় দিয়েছে। আহতদের সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে। বর্তমানে তারা বাড়িতে ফিরে গেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত আশিদ্রোন ইউনিয়নের শংকরসেনা, ফটকি ও রামনগর গ্রাম এবং সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা গ্রামে একটি শিয়াল অস্বাভাবিক আচরণ করে হাঁটতে থাকা লোকজনের ওপর হামলা করে। এ সময় শিয়ালটি দ্রুত ছুটে এসে পথচারীদের পা ও হাঁটুর নিচে কামড় দেয়। কেউ প্রতিরোধের চেষ্টা করলে শিয়ালটির সঙ্গে ধস্তাধস্তিও হয়, পরে শিয়ালটি পালিয়ে যায়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিনথিয়া তাসমিন বলেন, আমরা সব আহত রোগীদের দ্রুত চিকিৎসা দিয়েছি। পরিস্থিতি আমরা পর্যবেক্ষণে রেখেছি, তবে প্রাণীর কামড়ের এসব ঘটনায় স্থানীয়দের সতর্ক থাকা প্রয়োজন।







