জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জৈন্তাপুর চ্যাম্পিয়ন
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৫, ৬:১৭:৪৫ অপরাহ্ন

সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর ফাইনাল ম্যাচ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে জৈন্তাপুর উপজেলা ফুটবল দল ১-০ গোলে গোলাপগঞ্জ উপজেলা ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল ম্যাচ পরবর্তী সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির আহবায়ক মো. সারওয়ার আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরের জামান চৌধুরী ও অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন ব্যবস্থাপনা, শিক্ষা ও আইসিটি ) মাসুদ রানা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষ হতে বক্তব্য রাখেন অত্র সংস্থার এ্যাডহক কমিটির সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষ হতে ধন্যবাদ জ্ঞাপন করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য এবং উক্ত টুর্নামেন্টের খেলা পরিচালনা উপ-কমিটির আহবায়ক সাহাজ উদ্দিন টিপু। উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র পাল, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য শাহজাহান আলী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য ইয়াহইয়া ফজল ও ওয়াহিদ উমায়ের, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সদস্য বদরুজ্জামান সেলিম, গোলাপগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ রুবেল আহমদ নান্নু এবং কাযনির্বাহী সদস্য রাফায়াত মালিক রাফী, মহিউদ্দিন রাসেল ও আজিজুর রহমান মিটন, ক্রীড়া সংগঠক ও ক্লাব কর্মকর্তা মিলাদ আহমদ, রিয়াজ উদ্দিন হেলাল, ইউসুফ কবীর তুহিন ও নাসির উদ্দিন, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাজমুল কবীর পাভেল, সিলেট জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের এ্যাডহক কমিটির সদস্যসচিব আব্দুল আজিম প্রমুখ।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন জৈন্তাপুর উপজেলা ফুটবল দল মেডেল, ট্রফি ও চ্যাম্পিয়ন প্রাইজমানি এক লক্ষ টাকা এবং রানার্স-আপ গোলাপগঞ্জ উপজেলা ফুটবল দল মেডেল, ট্রফি ও রানার্স-আপ পঞ্চাশ হাজার টাকার প্রাইজমানি স্মারক প্রদান করা হয়। বিজ্ঞপ্তি






