পুরান বারুংকা মডেল মাদরাসায় মা সমাবেশ
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৫, ৬:২৩:১৮ অপরাহ্ন

তাহিরপুর উপজেলার পুরান বারুংকা মডেল দাখিল মাদরাসায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মাদরাসা মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদরাসার সহসভাপতি মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সুপার মাওলানা জাকারিয়া আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মোঃ সেলিম উদ্দিন, সহকারী মৌলভী মাওলানা তছকির আহমদ, দাতাসদস্য মোঃ জয়নাল আবেদীন ও অভিভাবক সদস্য আজিবুর রহমান প্রমুখ।
সমাবেশ শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। ২০২৪ সালের ফলাফলের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া সার্বিক সূচকের ভিত্তিতে তৃতীয় শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারী সাদিয়া আক্তারকে বর্ষসেরা শিক্ষার্থীর সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রিমা বেগম, নাসিমা জান্নাত, তামান্না আক্তার, অভিভাবক জাহাঙ্গীর আলম, সাজ্জাদ নূর, সুমন ও সাজেদা খাতুন প্রমুখ। বিজ্ঞপ্তি







