বড়লেখার তালিমপুরে বিট পুলিশিং সভা
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৫, ৬:৪৩:১৩ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নে মাদক, জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বড়লেখা থানা পুলিশ মঙ্গলবার বিকেলে তালিমপুর ইউনিয়নের কানুনগো বাজারে এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। কানুনগো বাজার বণিক সমিতির সাবেক উপদেষ্টা গীতেশ চন্দ্র দাসের সভাপতিত্বে ও বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও তালিমপুর ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কাজী মাওলানা রুহুল আমিন, ইউপি সদস্য এনামুল হক, সঞ্জিব দাস, ছালেহ আহমদ, বণিক সমিতির দপ্তর সম্পাদক ফাহিম আহমদ প্রমূখ।
সভায় থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা মাদক, জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা চান। তিনি এসব অপরাধ দমনে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান।







