বিয়ানীবাজারে জমিয়তের গণসমাবেশ
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৫, ৬:৫২:০৬ অপরাহ্ন

বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেট-৬ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী হাফিজ ফখরুল ইসলাম বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য পদে মানুষ তাদের প্রতিনিধি ভেবেচিন্তেই নির্বাচিত করবে। বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার ভাগ্য উন্নয়নে করোনাকালিন, ২০২২ সালের বন্যাসহ বিভিন্ন দুর্যোগে সুখে-দুঃখে মানুষের পাশে ছিলাম, সেই বিবেচনা এই এলাকার মানুষরাই করবে। আর মানুষ যদি আমাকে নির্বাচিত করে তখন থেকে আমি তাদের খাদিম হয়ে গেলাম, আমার কাজের দায়িত্ববোধ আরও বেশি বেড়ে যাবে।
মঙ্গলবার সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউপির বৈরাগীবাজারে খেজুর গাছের সমর্থনে অনুষ্ঠিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। মাওলানা তোফায়েল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সভাপতি মুফতি মুজিবুর রহমান, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা আসআদ উদ্দিন আল মাহমুদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুর রহমান, মাওলানা জফির উদ্দিন, মাওলানা নেজাম উদ্দিন, জাকারিয়া আহমদ, জুনেদ আহমদ, কাউসার উদ্দিন, হেলাল আহমদ, মাওলানা আবু তাইয়িব, হাফিজ মনসুর আহমদ প্রমুখ।







