হাওরাঞ্চলে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে করণীয় বিষয়ে কর্মশালা
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৫, ৭:৩১:২১ অপরাহ্ন

সিলেট জেলা মৎস্য অফিস আয়োজিত ২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় হাওর অঞ্চলে মৎস্য উৎপাদন বৃদ্ধির চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সিলেটের সাগরদীঘির পার মৎস্য ভবন সেমিনার রুমে জেলা মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাসের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা মৎস্য অফিসার সুনন্দা রানী মোদকের সঞ্চালনায় আলোচক এর বক্তব্য রাখেন সিলেট বিভাগ মৎস্য অধিদপ্তরের পরিচালক মোঃ আসাদুল বাকি ও সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। কর্মশালার শুরুতে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিনিয়র সহকারী পরিচালক শরীফুল আলম। উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সিনিয়র সহকারী পরিচালক দ্বিজরাজ বর্মন ও সহকারী কমিশনার কিশোর কুমার পাল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাওর অঞ্চল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্য উৎপাদন এলাকা। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, পানির অনিয়মিততা ও পরিবেশগত পরিবর্তনের কারণে মাছ উৎপাদন হ্রাস পাচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই মাছ চাষ পদ্ধতি, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং স্থানীয় জেলে সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন।
কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তা, মৎস্যচাষি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় অংশগ্রহণকারীরা হাওর অঞ্চলে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি







