খাদিমনগরে ট্রাক-সিএনজি সংঘর্ষে ২ জন নিহত
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৫, ৯:০৬:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট-তামাবিল মহাসড়কের খাদিমনগর এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৩ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে সিলেটগামী বালু বোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এত ঘটনাস্থলেই চালক ও হাসপাতালে নেয়ার পর একজন যাত্রী মারা যান। নিহতরা হলেন, সিলেটের জৈন্তাপুর থানার চিকনাগুল উমনপুর এলাকার আতাউর রহমানের ছেলে মো. মুন্না (২০) ও শাহপরাণ (রহ.) থানার বাহুবল এলাকার তাজুল ইসলাম (৪০)। আহতরা হলেন, শাহপরাণ (রহ.) থানার সুরমা গেইট এলাকার দুলাল মিয়ার ছেলে রবিউল হাসান নয়ন (১৮), সিলেটের জৈন্তাপুর থানার হরিপুর এলাকার মাহফুজুর রহমান নাইম (২১), হবিগঞ্জ জেলার বানিয়াচং সদর থানা এলাকার আজমল লস্করের ছেলে মো. হাবিবুর লস্কর (৩৫)। আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, সিলেটগামী বালুভর্তি একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে।







