শাবিতে সহায়ক কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৫, ৯:০৬:২৭ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী সহায়ক কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। গতকাল বুধবার বিকেলে এই কর্মশালা সমাপ্ত হয়। প্রশিক্ষণ কর্মশালায় টেকনিক্যাল সেশন পরিচালনা করেন অতিরিক্ত হিসাব পরিচালক মোহাম্মদ মুর্শেদ আহমদ, অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন) আ ফ ম মিফতাউল হক এবং অতিরিক্ত রেজিস্ট্রার ও ভাইস চ্যান্সেলরের সচিব ড. এ এফ এম সালাউদ্দিন। গত দুই দিনব্যাপী এই কর্মশালায় মোট ১২০ জন কর্মচারী অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি







