ধোপাগুলে বিপুল পরিমাণ ভারতীয় চকলেটসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৫, ৯:১৮:২৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধোপাগুল এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চকলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে গতকাল বুধবার আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার রাতে সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সিলেট-ভোলাগঞ্জ সড়কের ধোপাগুল পয়েন্টে তল্লাশী চালায় এসএমপির এয়ারপোর্ট থানার একটি টিম। এসআই অর্জুন চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে ধোপাগুল পয়েন্ট থেকে ৬ হাজার ৭২০ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার করা হয়। এসময় সিএনজি অটোরিকশাসহ চালক আম্বিয়া মিয়াকে (২১) আটক করে পুলিশ। তিনি গোয়াইনঘাট উপজেলার ফকাস গ্রামের মতছির আলীর পুত্র। জব্দকৃত ভারতীয় চকলেটের আনুমানিক মূল্য ১ লাখ ৮০০ টাকা। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা রুজু করা হয়েছে।
এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দিলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।






