কিউএস এশিয়া র্যাঙ্কিংয়ে ৩৩৭তম শাবি
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৫, ৯:২২:৫৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রকাশিত এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে এবার ৮ম স্থান অর্জন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অবস্থান ৩৩৭তম। গতকাল বুধবার সংস্থাটির প্রকাশিত র্যাঙ্কিংয়ে এ তথ্য জানা যায়। তালিকায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
এবারের তালিকায় এশিয়ার ১ হাজার ৫২৯টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকার শীর্ষে রয়েছে দ্য ইউনিভার্সিটি অব হংকং। চীনের পিকিং ইউনিভার্সিটি তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। এ র্যাঙ্কিংয়ে মূলত একাডেমিক কার্যক্রম, পিএইচডিধারীর সংখ্যা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা বিবেচনা করা হয়েছে। এছাড়া কিউএস প্রতি বছর বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর বার্ষিক র্যাঙ্কিং প্রকাশ করে। সেই র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫৮৪তম।







