নীরবে প্রাণ কাড়ছে ডেঙ্গু, লাশের মিছিলে আরও ৫ জন
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৫, ৮:৩৬:১৮ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু চোখ রাঙিয়ে যাচ্ছে প্রতিদিন। অনেকটা নীরবে প্রাণ কেড়ে নিচ্ছে রোগটি। গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। তার আগের ২৪ ঘণ্টায় ১০ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৩০৭। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ১০৩৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৩৭১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮৮ জন, বরিশাল বিভাগে ১৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, খুলনা বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬৬ জন, রাজশাহী বিভাগে ৭৯ জন, রংপুর বিভাগে ৩৩ ও সিলেট বিভাগে ৫ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৭৬ হাজার ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারান মোট এক হাজার ৭০৫ জন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।







