বড়লেখার স্কুল শিক্ষকের মক্কায় ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৫, ৮:২৭:৫১ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখার ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান (৫৫) পবিত্র ওমরাহ পালনে গিয়ে বৃহস্পতিবার ভোরে মক্কায় ইন্তেকাল করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান (৫৫) পবিত্র ওমরাহ পালনের জন্য বিদ্যালয় থেকে ১৫ দিনের ছুটি নেন। ১২ নভেম্বর তিনি মদিনায় পৌঁছেন। মদিনা শরীফে ওমরাহের আনুষ্ঠানিকতা শেষে ২০ নভেম্বর বৃহস্পতিবার মক্কায় পৌঁছেন। ফজরের নামাজের পর হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হলে সহযাত্রীরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে শনিবার বাদ আছর হারাম শরীফে জানাজা শেষে পবিত্র মক্কায় তার দাফন সম্পন্ন হয়েছে। ২৭ নভেম্বর তার দেশে ফেরার কথা ছিল। মাওলানা লুৎফুর রহমান কুলউড়া উপজেলার মিঠুপুর গ্রামের মৃত কনু মিয়ার ছেলে। ১৯৯০ সালের ১ নভেম্বর তিনি বড়লেখা উপজেলার ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক (মৌলভী) হিসেবে যোগদান করেন।





