কুলাউড়ায় বিনামূল্যে বীজ-সার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৫, ৬:১৮:৪৯ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রবি মৌসুমের ফসলের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে প্রান্তিক কৃষকদের উপস্থিতিতে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, উপজেলায় অনেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক রয়েছেন যারা বীজ ও সারের অভাবে রবি মৌসুমে বোরোসহ অন্যান্য ফসলের চাষ করার সুযোগ পান না। সরকার এসব কৃষকদের রবি মৌসুমের চাষে উদ্বুদ্ধ ও উৎপাদন বৃদ্ধিকল্পে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেছে। তিনি সরকারের দেয়া এ প্রণোদনার সুযোগ গ্রহণ করে কৃষকরা নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি উৎপাদনে অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, বন বিভাগের কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদ, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার রঞ্জিত কুমার চন্দ প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ জসিম উদ্দিন জানান, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধান (উফশী ও হাইব্রিড), গম সরিষা, সূর্যমুখী (উফশী ও হাইব্রিড), চিনা বাদাম, অড়হড় ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ২০৮৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।





