মৌলভীবাজারে বিএনপি প্রার্থী মিঠুর গণসংযোগ
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৫, ৮:০০:২৮ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু শনিবার রাতে বড়লেখা সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ, গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন।
বড়লেখা সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও এমরান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য দেন ধানের শীষের সংসদ সদস্যপ্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু প্রমুখ।





