শান্তিগঞ্জে গাঁজাসহ পিকআপ আটক
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৫, ৬:০৬:৩৭ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা ও একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ১২টা ৩০ মিনিটে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, সুনামগঞ্জ জেলা পুলিশ অভিযানকালে ২নং জয়কলস ইউনিয়নের সদরপুর ব্রিজসংলগ্ন সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে একটি পিকআপকে থামানোর সংকেত দিলে চালকসহ অজ্ঞাতনামা ৩-৪ জন গাড়িটি রেখে পালিয়ে যায়। পরে পিকআপটি তল্লাশি করে চারটি চটের বস্তা থেকে বারোটি বড় প্যাকেটে মোট ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আহাদ জানান, ঘটনা সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।





