নগরে ডিবির হাতে বিপুল ভারতীয় জিরাসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৫, ৯:০০:৫৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট শহরতলীর পীরেরবাজার এলাকায় বিশেষ অভিযানে ৯০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করেছে মহানগর ডিবি পুলিশ। এসময় দুইজনকে আটক করা হয়েছে। রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে পীরেরবাজার এলাকায় চেকপোস্ট পরিচালনকালে একটি নোহা মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৩০ বস্তা ভারতীয় জিরা আটক করা হয়। এসবের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা।
আটককৃতরা হলেন পীরেরবাজারের দলইপাড়া আটগাঁও এলাকার শেখ মো. আব্দুল গনির ছেলে শেখ মো. আলেক আহমদ (৩৩) ও দাসপাড়া চকগ্রামের শাহ মো. চান্দু মিয়ার ছেলে মো. রাকিব আহমদ ইমন গাজী (২২)।
সোমবার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় আটককৃতদের সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।




