বড়লেখায় ৯ হাজার পিস ইয়াবাসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৫, ৬:১০:৩৬ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় ৯ হাজার ১৪৪ পিস ইয়াবাসহ র্যাবের হাতে এক ব্যক্তি আটক হয়েছেন। মঙ্গলবার গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব বিষয়টি নিশ্চিত করে।
র্যাব জানায়, র্যাব-৯, সিপিসি-২ মৌলভীবাজারের একটি আভিযানিক দল জেলার বড়লেখা থানা এলাকায় সোমবার দিবাগত রাত ২টায় টহল ডিউটি করাকালীন সময় গোপন সূত্রে জানতে পারে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সায়ারারতলের একটি বাড়িতে মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় উদ্দশ্যে অবস্থান করছে। এসময় র্যাব ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিক তাকে আটক করা হয়। তার কাছ থেকে ৯ হাজার ১৪৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৩৫)। তিনি বড়লেখা উপজেলার ভাবারতল গ্রামের খলিলুর রহমানের পুত্র। পরবর্তীতে জব্দ করা ইয়াবা ও আটককৃতকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সিলেট কে এম শহিদুল ইসলাম সোহাগ।





