বিপিএল শুরু সিলেট থেকে
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৫, ৯:০১:৪৭ অপরাহ্ন

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের ডিসেম্বরেই মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। আগেই জানা গিয়েছিল, ১৯ ডিসেম্বর শুরু হতে পারে এবারের আসর, আর ফাইনাল হতে পারে ১৬ জানুয়ারি। মূলত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই এমন সম্ভাব্য সময়সূচির বিষয়ে জানিয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে এই সময়ে হচ্ছে না ঘরোয়া এই টুর্নামেন্ট।
এর নেপথ্যে তিন দফা সময় পরিবর্তনের পর আগামী ৩০ নভেম্বর বসতে যাচ্ছে বিপিএল নিলাম। তবে নিলামের আগ মুহূর্তেও বিপিএল ঘিরে চলছে নতুন সব পরিবর্তন। যেখানে শুরুতে পাঁচ দলের টুর্নামেন্ট করার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত যুক্ত হচ্ছে আরও একটি দল।
এদিকে নিলাম পিছিয়ে যাওয়ায় বিপিএলের মূল আসর কবে শুরু হতে যাচ্ছে, তা নিয়ে হোম অব ক্রিকেটে নানান ধোঁয়াশা। অবশ্য, সম্ভাব্য সূচি অনুযায়ী ২৬ ডিসেম্বর টুর্নামেন্ট শুরু আর ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হতে পারে ফাইনাল।
এছাড়া প্রতিবারই ঢাকা থেকে শুরু হয় বিপিএলের আনুষ্ঠানিকতা। তবে এবার ভিন্ন কিছু ভাবছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। এক্ষেত্রে এবার চট্টগ্রাম কিংবা সিলেটে বিপিএলের প্রথম পর্ব আয়োজনের কথা ভাবছে বিসিবি। সবমিলিয়ে এই পরিকল্পনায় এগিয়ে সিলেট। ফলে, প্রথমবারের মতো একটি কুঁড়ি দুটি পাতার রাজ্যে উদ্বোধন হতে পারে বিপিএলের। বিসিবির একটি সূত্র এমনটাই জানিয়েছে।
অন্যদিকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি মালিকানাতেও রদবদল এসেছে। এবারের আসরে রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস। চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ট্রায়াঙ্গাল সার্ভিসকে দেওয়া হয়েছে। এ ছাড়া নাবিল গ্রুপ রাজশাহী ওয়ারিয়র্স, ক্রিকেট উইথ সামি সিলেট টাইটান্স, চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) ঢাকা ক্যাপিটালস এবং দেশ ট্র্যাভেলস নবাগত নোয়াখালী এক্সপ্রেস ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে।




