নগরের যেসব এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৫, ৯:৪৬:৩৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের কারণে আগামী শনিবার (২৯ নভেম্বর) সিলেট মহানগরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। বুধবার (২৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-৪ এর নির্বাহী প্রকৌশলী।
এ জানানো হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর ক্বারিপাড়া, জাহাঙ্গীরনগর, উপরপাড়া, কুরবানটিলা, দুষকি, লাখাউড়া, চিতল, মাটি, জোনাকী আবাসিক এলাকা, আল ইসলা, উত্তর বালুচর, টেক্সটাইল মিলস এলাকা, নোয়াপাড়া, বড়বাড়ী, ধামালিপাড়া, নতুনবাজার, ব্রাক্ষণশাসন, সোনালী আবাসিক এলাকা, খাদরা মডেল টাউন, মোহাম্মাদী আবাসিক এলাকা, দুসকি ও ভাটাবাজার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন হলে পূর্বের মতো স্বাভাবিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানায় বিউবো।





