নগরীতে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৫, ৮:৫৩:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর বন্দরবাজার ও উপশহর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর শাহজালাল উপশহর ই-ব্লক এলাকায় অভিযান চালায় শাহপরান থানা পুলিশ। পুলিশের এসআই খন্দকার জাফর ইমামের নেতৃত্বে অভিযান চালিয়ে ই ব্লকের স্প্রীং টাওয়ারের সামনে থেকে ২২ পিস ইয়াবাসহ রাব্বি হোসেন সাব্বিরকে (৩২) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক উপশহর সি ব্লকের বাসিন্দা আনছার হোসেনের পুত্র। এ ঘটনায় শাহপরান থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১০ (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৩৮ (২৬/১১/২০২৫)। এছাড়া আসামীর সিডিএমএস পর্যালোচনা করে গোলাপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আরেকটি মামলা পাওয়া যায়। মামলা নং ৮ (০৯/১০/২০২৪)। গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে সিলেট মেট্রোপলিটন কারাগারে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে মঙ্গলবার বিকেলে নগরীর বন্দরবাজার মহাজনপট্টি কাষ্টঘর রোড এলাকায় অভিযান চালায় কোতোয়ালী মডেল থানা পুলিশ। বন্দরবাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মোঃ সোলায়মান মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে গাজী বোরহান উদ্দিন(রাঃ) মার্কেটের সামনে থেকে ১৮ পিস ইয়াবাসহ সোহেল রানা শান্ত (২৩) নামের আরেক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক দিনাজপুরের খানঁসামা থানার মেদনাপাড়া গ্রামের তাজুল মিয়া তাজু ও ফাতেমা আক্তারের পুত্র। এ ঘটনায় কোতোয়ালী থানার মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (ক) ধারা মোতাবেক মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৬৩ (২৫/১১/২০২৫)। আটক সোহেল রানা শান্তকে আদালতের মাধ্যমে সিলেট মেট্রোপলিটন কারাগারে পাঠানো হয়েছে।




