১৯ ডিসেম্বর সিলেটে শুরু বিপিএল
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৫, ৯:১৭:২৫ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : ১৯ ডিসেম্বর সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। এ লক্ষ্য নিয়ে প্রস্তুতি শুরু করেছে বিসিবি। শুরুতে ৫টি দলকে নিয়ে বিপিএল আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। শেষপর্যন্ত দলের সংখ্যা বাড়ছে একটি। নতুন যুক্ত করা হয়েছে নোয়াখালী এক্সপ্রেস, যে ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেশ ট্রাভেলসের। অন্য ৫টি দল হলো- রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স ও চিটাগং রয়্যালস। এই দলগুলোর সবাই আর্থিক নিশ্চয়তা দিয়েছে বলে বিপিএল গভর্নর কাউন্সিলের মেম্বার সেক্রেটারি ইফতেখার রহমান মিঠু।
বুধবার বিকেলে মিরপুরে এক সংবাদ সম্মেলনে মিঠু জানিয়েছেন, সিলেটে ১৯ ডিসেম্বর বিপিএলের প্রথম ম্যাচ আয়োজনের চিন্তা-ভাবনা করা হচ্ছে। তার আগে ১৭ ডিসেম্বর ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা আয়োজকদের। ফাইনাল হবে ১৬ জানুয়ারি।




