মৌলভীবাজারে ৮ দলের প্রথম সভা
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৫, ৭:১৬:১৭ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলায় আন্দোলনরত ৮ দলের জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে আগামী ৬ ডিসেম্বর সিলেটের ঐতিহাসিক জনসভা বাস্তবায়নের লক্ষ্যে প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার দিবাগত রাতে জেলা শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে জামায়াতে ইসলামী জেলা আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সহসভাপতি আছাদ আহমদ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সহ-সভাপতি মাওলানা মো. আবুল কালাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি জেলা সভাপতি আব্দুল মজিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সহ-সভাপতি মাওলানা সোলাইমান আহমদ, জেলা জামায়াত সেক্রেটারি মো. ইয়ামীর আলী, ইসলামী আন্দোলন জেলা সেক্রেটারী ডা. মো. এবাদুর রহমান চৌধুরী, খেলাফত মজলিস জেলা সেক্রেটারী মো. মুহিবুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সেক্রেটারী মাওলানা মুফতি হাফিজুর রহমান হেলাল, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি জেলা সেক্রেটারী এডভোকেট আব্দুল ওয়াহিদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী যথাক্রমে মো. আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার, আজিজ আহমদ কিবরিয়া, খেলাফত মজলিস জেলা সহ সেক্রেটারি মাওলানা সৈয়দ সাইফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ জয়েন্ট সেক্রেটারী মো. আইয়ুব আলী, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি আব্দুল কাদির সুমন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কুরআন হতে অর্থসহ তেলাওয়াত পেশ করেন মাওলানা সৈয়দ সাইফুর রহমান। মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আসাদ আহমদ চৌধুরী।





