ওসমানীনগরের আলেম রফিক আহমদের ইন্তেকাল, জানাযা শুক্রবার
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৫, ৭:৫৮:৫৯ অপরাহ্ন

ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরের প্রবীণ আলেমে দ্বীন, তাজপুর ইউপি’র সাবেক নিকাহ রেজিস্টার, তাজপুর এলাকায় বিভিন্ন ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানের খাদেম মৌলভী রফিক আহমদ (৭৭) ইছামতি ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)।
বৃহস্পতিবার সকাল ১১টায় চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তাজপুর মঙ্গলচন্ডী নিশিকান্ত মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এয়ার এ্যাম্বুলেন্স অবতরনের জন্য অপেক্ষারত অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর স্ত্রী, ৩ ছেলে, ৬ মেয়ে, নাতি নাতনীসহ অসংখ্য মুরিদান ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বিকাল ৩টায় তাজপুর মঙ্গলচন্ডী নিশিকান্ত মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান, মরহুমের ছেলে হাফেজ মুহিব আহমদ। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভোগছিলেন।
মরহুম মৌলভী রফিক আহমদ এর গ্রামের বাড়ি উপজেলার উছমানপুর ইউনিয়নের ইছামতি গ্রামে। পেশাগত কারণে তিনি তাজপুর কদমতলাস্থ নিজস্ব ভবনে বাস করতেন। জীবদ্দশায় তিনি দীর্ঘদিন তাজপুর বাজার ও মঙ্গলচন্ডী নিশিকান্ত মডেল সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদের খতিব, মোল্লাপাড়া আহমদিয়া দাখিল মাদরাসা, মিনা বেগম দাখিল মাদরাসা, তাজপুর জালালিয়া হাফেজি মাদরাসা, ইছামতি গ্রামে একটি হাফেজি মাদরাসা পরিচালনা কমিটির সাথে জড়িত সহ তাঁর বাসায় নিয়মিত একটি খানকা পরিচালনা করতেন। তাঁর মৃর্ত্যুতে এলাকায় শোক নেমে এসেছে।
অধ্যক্ষ আব্দুল হান্নান এর শোক: মরহুম রফিক আহমদ এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিলেট-২ (ওসমানীনগর বিশ্বনাথ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আব্দুল হান্নান। তিনি এক শোক বার্তায় বলেন, মৌলভী রফিক আহমদ এলাকায় একজন সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ আলেম ছিলেন। তাঁর মৃত্যুতে ওসমানীনগরবাসি দ্বীনের একজন সমজদার দায়িত্বশীল খাদেম হারালো। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।




