কুমারগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৫, ৮:৩৯:৩৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরী থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে জালালাবাদ থানাধীন কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আটককৃতের নাম ওমর ফারুক ওরফে আকাশ আহমদ (২৪)। তিনি সদর উপজেলার কাঠালবাড়ী (হাজারীগাঁও) এলাকার মো. নাজিম উদ্দিনের ছেলে।পুলিশ জানায়, কুমারগাঁও বাসস্ট্যান্ডের টিকেট কাউন্টার অফিসের দক্ষিণ পাশে ক্লাসিক ট্রান্সপোর্ট লিমিটেডের সামনে পাকা রাস্তা তাকে আটক করা হয়।
এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী কার্যক্রম জোরদার রাখতে পুলিশের তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।




