বিপিএলের নিলামে দেশি-বিদেশি ৪শ ৩ ক্রিকেটার
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৫, ৮:৫৮:০২ অপরাহ্ন
স্পোটর্স ডেস্ক: বিপিএলের নিলাম হবে আগামী ৩০ নভেম্বর। বৃহস্পতিবার বিপিএলের গর্ভনিং কাউন্সিল ড্রাফটে জায়গা পাওয়া ৪শ ৩ জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে আছেন ১শ ৫৮ জন বাংলাদেশের ক্রিকেটার। যাদের ছয় ক্যাটাগরিতে ভাগ করে ড্রাফট প্রস্তুত করা হয়েছে। বিদেশি ২শ ৪৫ জন ক্রিকেটারকে ড্রাফটভুক্ত করা হয়েছে। বিদেশি ক্যাটাগরিতে পাঁচ ভাগে ক্রিকেটারদের ভাগ করা হয়েছে।
ড্রাফটে স্থানীয় ক্রিকেটারদের মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তানজিদ তামিম, নাঈম শেখ ও লিটন দাস। তাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫০ লাখ টাকা। নিলামের প্রতি ডাকে পাঁচ লাখ টাকা তাদের মূল্য বাড়বে। ‘বি’ ক্যাটাগরিতে আছেন স্থানীয় ১৫ ক্রিকেটার। তাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩৫ লাখ টাকা।
এই ক্যাটাগরিতে রাখা হয়েছে- মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সৌম্য সরকারের মতো ক্রিকেটারকে। ভিত্তিমূল্য ২২ লাখ টাকার ক্যাটাগরিতে আছেন ১৮ জন ক্রিকেটার। তাদের মধ্যে মোহাম্মদ মিঠুন, মাহমুদুল জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, আকবর আলীকে রাখা হয়েছে।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে পাকিস্তান ও শ্রীলঙ্কার বেশি ক্রিকেটার ড্রাফটে জায়গা পেয়েছেন। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের উল্লেখযোগ্য সংখ্যক ক্রিকেটার আছেন ড্রাফটে। ভারতের কোন পর্যায়ের ক্রিকেটের সঙ্গে চুক্তিভুক্ত না থাকা সামিত প্যাটেল ও পিয়ূস চাওলা আছেন ড্রাফটে। নাম আছে শ্রীলঙ্কার অ্যাঞ্জেল ম্যাথুস ও পাকিস্তানের শোয়েব মালিকের মতো ক্রিকেটারের।
বিপিএলের নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো সরাসরি খেলোয়াড় কেনার সুযোগ পেয়েছে। যেসব ক্রিকেটার সরাসরি দল ভুক্ত হয়ে গেছেন তাদের নাম নেই ড্রাফটে। যেমন পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে যথাক্রমে রংপুর ও ঢাকা অগ্রিম কিনে রেখেছে। হাসান মাহমুদ ও সৌম্য সরকার খেলবেন নোয়াখালী এক্সপ্রেসে। শেখ মেহেদী ও তানভীর ইসলামের সঙ্গে চুক্তি করেছে চিটাগং রয়্যালস।




