হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে শ্রীমঙ্গলে আনন্দ র্যালি
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৫, ৬:১৩:২৪ অপরাহ্ন

শ্রীমঙ্গল প্রতিনিধি: বহু সংস্কৃতি ও ধর্মীয় সম্প্রীতির শহর শ্রীমঙ্গলে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে হারমোনি ফেস্টিভ্যাল। আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বর কালীঘাট ইউনিয়নের ফুলছড়া চা-বাগান মাঠে তিন দিনব্যাপী এ উৎসব ও মিলনমেলায় শ্রীমঙ্গল রঙে ভরে উঠবে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।
র্যালিতে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, ব্যানার, ফেস্টিভ্যালের প্রচারণামূলক বার্তা এবং সম্প্রীতির আহ্বান পুরো পরিবেশকে উৎসবমুখর করে তোলে। আয়োজিত বহুসংস্কৃতির অন্যতম বড় এই অনুষ্ঠান হারমোনি ফেস্টিভ্যাল এ বিভিন্ন জাতিসত্তার নাচ, গান, পোশাক, ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনধারার প্রদর্শনী স্থান পাবে। ইতোমধ্যে উৎসবকে ঘিরে শহরে উৎসাহ-উদ্দীপনার এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।





