জগন্নাথপুরে ওয়ারিদ উল্ল্যা-ফরিদ উল্ল্যা মেমোরিয়াল ট্রাস্টের মেধাবৃত্তি বিতরণ
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৫, ৬:১৮:২৭ অপরাহ্ন

জগন্নাথপুর সংবাদদাতা: জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা সাবেক ব্যাংক কর্মকর্তা মরহুম মন্তেশর আলীর সহধর্মিনী হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষিকা রশিদা বেগম ও শিক্ষানুরাগী মো. আবুল হোসেন দলা কর্তৃক প্রতিষ্ঠিত ওয়ারিদ উল্ল্যা এন্ড ফরিদ উল্ল্যা মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে প্রথম মেধাবৃত্তি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ বৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়। বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পিটিআই এর সুপারিনটেনডেন্ট দীপংকর মোহান্ত। ওয়ারিদ উল্ল্যা এন্ড ফরিদ উল্ল্যা মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি সাবেক প্রধান শিক্ষক রশিদা বেগমের সভাপতিত্বে ও হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহা পারভীনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাষ্টার, উপজেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবীব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুল হক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রশীদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যেতি রানী সেন, শিক্ষানুরাগী শামসুল হক সমসু, সহকারী শিক্ষক রুহল আমীন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ফারিহা জাওয়াদীন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ রিফাত ইসলাম। পরে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন ক্যাটাগরীতে ১৫জন শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ। উল্লেখ্য, ওয়ারিদ উল্ল্যা এন্ড ফরিদ উল্ল্যা মেমোরিয়াল ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষায় জগন্নাথপুর পৌর শহরের ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ৭৯ জন ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশ নেন।




