এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৪১:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সিলেটসহ দেশের ৮ বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে আজ শুক্রবার। আজ সকাল ১০টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর পরীক্ষার সময় ১৫ মিনিট বাড়িয়ে মোট ১ ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে।
মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী, ভর্তি পরীক্ষা কেন্দ্রে একটি স্বচ্ছ ব্যাগে রঙিন প্রবেশপত্র, কালো কালির স্বচ্ছ বলপয়েন্ট কলম, এইচএসসি/সমমান পরীক্ষার প্রবেশপত্র/রেজিস্ট্রেশন কার্ড নিয়ে প্রবেশ করা যাবে। নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রের ভেতরে কোনো ব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটরসহ যেকোনো ইলেকট্রনিক সামগ্রী, ঘড়িসহ অন্য কিছু নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এদিকে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজবে বিভ্রান্ত না হতে পরীক্ষার্থীদের অনুরোধ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দাবি, এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনও সুযোগ নেই।
এদিকে সিলেটে এমবিবিএস ও বিডিএস পরীক্ষার আসন বিন্যাসসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ওসমানী মেডিকেল কলেজ ছাড়াও অগ্রগামী উচ্চ বিদ্যালয়সহ শহরের বেশ কয়েকটি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে মোট আসন ১৩ হাজার ৫১টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ১০০ এবং ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসন রয়েছে। বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬০০১টি এবং ডেন্টাল কলেজে ১ হাজার ৪০৫টি। এ বছর মোট আবেদনকারী ১ লাখ ২২ হাজার ৬৩২ জন। যার মধ্যে ৪৯ হাজার ২৮ জন আবেদনকারী ছেলে এবং ৭৩ হাজার ৬০৪ জন মেয়ে।





