শনি ও রোববার যেসব এলাকায় থাকবেনা বিদ্যুৎ
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৫, ৯:৫৮:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ট্রান্সফরমার মেরামত, সংরক্ষণ, বিতরণ লাইন সংস্কার এবং গাছপালার শাখা-প্রশাখা কর্তন কার্যক্রম পরিচালনার জন্য শনিবার (১৩ ডিসেম্বর) ও রোববার (১৪ ডিসেম্বর) সিলেট নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ ও ২ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
শনিবার (১৩ ডিসেম্বর):
বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি শিবগঞ্জ ফিডার ও উপশহর ফিডার এর আওতাধীন শিবগঞ্জ, টিলাগড়, সবুজবাগ, বোরহানবাগ, হাতিমবাগ, লামাপাড়া, রাজপাড়া এবং আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রোববার (১৪ ডিসেম্বর):
বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত ৩৩/১১ কেভি লাক্কাতুড়া উপকেন্দ্রের আওতাধীন কাকুয়ারপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস এলাকা, ধোপাগুল, বনশ্রী, বাদামবাগিচা, পাহাড়িকা, বড়বাজার, লাক্কাতুড়া বাজার, মুসলিম পাড়া, মালনীছড়া, বাঁশবাড়ী গলির মুখ, আঙ্গুর মিয়ার গলি, রূপসা আবাসিক এলাকা, খাসদবির প্রাইমারি স্কুল, ইসরাইল মিয়ার গলি, দারুস সালাম মাদরাসা রোড, আবাদানি, বড়শালা মসজিদ সংলগ্ন এলাকা, পর্যটন, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা বাগান, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা ও সালুটিকরঘাটসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
অন্যদিকে, একইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর লাক্কাতুড়া উপকেন্দ্রের বড়বাজার, বনশ্রী ও বাদামবাগিচা ফিডারের আওতাধীন বনশ্রী, বাদামবাগিচা, ইলাশকান্দি, উদয়ন, আনার মিয়ার গলি, সৈয়দ মুগনি, চৌকিদেখী, বাঁশবাড়ি গলি, সিলসিলা গলি, রূপসা গলি, আঙ্গুর মিয়ার গলি, মোল্লাপাড়া গলি, পাহাড়িকা, লাক্কাতুড়া বাজার, মুসলিমপাড়া, মালনিছড়া, খাসদবির প্রাইমারি স্কুল, ইসরাইল মিয়ার গলি, দারুস সালাম মাদরাসা রোড, বড় বাজার ও আশপাশের তৎসংলগ্ন এলাকাগুলোতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সময়ের আগে কাজ শেষ হলে বিদ্যুৎ ফিরে আসবে।
পৃথক বিজ্ঞপ্তিতে দুই নির্বাহী প্রকৌশলী জানান, নির্ধারিত কাজ আগে শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে তাদের সহযোগিতা কামনা করা হয়েছে। তারা আরও জানান, সরবরাহ বন্ধ থাকলেও দুর্ঘটনা এড়াতে লাইনগুলো সক্রিয় (লাইভ) হিসেবে বিবেচিত হবে; তাই নিরাপত্তার স্বার্থে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।





