নর্থ ইস্ট মেডিকেল ও নার্সিং কলেজের গভর্নিং বডির অনুমোদন দিলো সিমেবি
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৫, ৯:০৭:২৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও নর্থ ইস্ট নার্সিং কলেজের গভর্নিং বডির অনুমোদন দিয়েছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। বুধবার সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. ইসমাঈল পাটওয়ারী এই কমিটি রঅনুমোদন দেন।
স্মারক নম্বর: সিমেবি/রেজি./০১/২৫/১৩১ এর আদেশে বলা হয়- নর্থ ইস্ট মেডিকেল প্রাইভেট লিমিটেড আর্টিক্যাল অব অ্যাসোসিয়েশন এর ৭১ অনুযায়ী সংখ্যাধিক্য বৈধ পরিচালকদের অনুমোদনক্রমে নিম্নলিখিত ব্যক্তিবর্গদের নিয়ে নর্থ ইস্ট নার্সিং কলেজ এর গভর্নিং বডির অনুমোদন দুই বছরের জন্য দেয়া হলো।
সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ :
সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজের গভর্নিং বডির ১৩ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির চেয়ারম্যান হয়েছেন বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সৈয়দ মুসা এম. এ. কাইয়ুম এবং নর্থ ইস্ট মেডিকেল কলেজের প্রিন্সিপালকে সদস্য সচিব করা হয়েছে।
বুধবার সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. ইসমাঈল পাটওয়ারী এই কমিটি অনুমোদন দেন। স্মারক নম্বর: সিমেবি/রেজি./০১/২৫/১৩০ এর আদেশে বলা হয়- স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের পরামর্শে এবং বিদ্যমান আইন ও নর্থ ইস্ট মেডিকেল প্রাইভেট লিমিটেড আর্টিক্যাল অব অ্যাসোসিয়েশন এর ৭১ অনুযায়ী প্রতিষ্ঠানটির সুষ্ঠু পরিচালনার স্বার্থে সংখ্যাধিক্য বৈধ পরিচালকদের অনুমোদনক্রমে নিম্নলিখিত ব্যক্তিবর্গদের নিয়ে নর্থ ইস্ট মেডিকেল কলেজ এর গভর্নিং বডির অনুমোদন দুই বছরের জন্য দেয়া হলো।
কমিটির অন্য সদস্যরা হলেন- সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু সাঈদ আরফিন খান, ডিরেক্টরেট জেনারেল অব মেডিকেল এডুকেশনের ডেপুটি ডিরেক্টর (এডমিন) ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণলায়ের প্রতিনিধি ডেপুটি সেক্রেটারি (আইন), কলেজ শিক্ষার্থীদের অভিভাবক প্রতিনিধি অধ্যাপক ডা. মো. আমিনুর রহমান লস্কর, প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে ডা. মোস্তফা শাহজামান চৌধুরী, অধ্যাপক ডা. কাজী আখতার উদ্দিন, ডা. মো. শামীমূর রহমান, ডা. মো. ফয়েজ আহমেদ, হারুন রশিদ ও ডা. শামসুল আলম চৌধুরী।
নর্থ ইস্ট নার্সিং কলেজ :
একইদিনে নর্থ ইস্ট নার্সিং কলেজ এর গভর্নিং বডির কমিটিও অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে উদ্যোক্তাদের মধ্য থেকে প্রফেসর ডা. মো. মাশুকুর রহমান চৌধুরীকে সভাপতি এবং কলেজ অধ্যক্ষকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন- বিশ্ববিদ্যালয় মনোনীত দুই জন প্রতিনিধির মধ্যে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সাইকোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. মাসুদুল আলম ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. জহির আহমেদ, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং ফ্যাকাল্টির ডিন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে, উদ্যোক্তা প্রতিনিধি হিসেবে রাখা হয়েছে প্রফেসর ডা. ফজলে এলাহী নূরানী ও ডা. মো. ফয়েজ আহমেদকে, শিক্ষক প্রতিনিধি ডা. জামিল আহমেদ ও ইলা সিংহ, অভিভাবক প্রতিনিধি মৌলভীবাজারের সৈয়দ ছাদিক আলী ও চাঁদপুরের মো. ফিরোজ আহাম্মদ।
এছাড়া বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিল এর প্রতিনিধি হিসেবে রেজিস্ট্রার অথবা ডেপুটি রেজিস্ট্রার এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের প্রতিনিধি হিসেবে ডেপুটি সেক্রেটারি (এডমিন-২) দায়িত্ব সদস্য হিসেবে থাকবেন।





