ব্যানার ফেস্টুন সরাতে অভিযানে নামছে সিসিক
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৫, ৯:১৩:১৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি পরিবেশকে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক রাখতে কঠোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনি এলাকায় থাকা সবধরনের প্রচারণা সামগ্রী দ্রুত অপসারণ করতে সম্ভাব্য প্রার্থীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।বুধবার (১০ ডিসেম্বর) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে তফসিল ঘোষণার কার্যক্রম চলমান রয়েছে। উক্ত নির্বাচনের সম্ভাব্য প্রার্থীগণের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনি ক্যাম্প থাকলে তা সংশ্লিষ্ট সম্ভাব্য প্রার্থী/ব্যক্তিগণকে তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে নিজ খরচে/দায়িত্বে অপসারণ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। এ লক্ষ্যে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা প্রদান প্রয়োজন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অনুরোধ করা হয়েছে।
এ ব্যাপটারে সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মোঃ আলা উদ্দিন দৈনিক জালালাবাদকে বলেন, এরকমটা শুনেছি এবং মিডিয়ায় দেখেছি। তবে এখনো আমাদের হাতে অফিসিয়ালি আসেনি। নির্দেশনার কপি হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, নির্দেশনা পেয়েছি। শীঘ্রই কার্যকর পদক্ষেপ নেয়া হবে।





