যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন তাদের মুখে কল্যাণরাষ্ট্র গঠনের কথা শোভা পায়না : অধ্যাপক হান্নান
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৫, ৬:৩৫:১০ অপরাহ্ন

সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, অতীতে যারা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে তাদের মুখে দেশের উন্নয়ন ও কল্যাণমুলক রাষ্ট্র গঠনের কথা শোভা পায়না। জাতি আজ তাদেরকে লালকার্ড দেখিয়েছে। বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধশালী করার পথে প্রধান বাধা হচ্ছে দুর্নীতি। আর এসব দুর করতে হলে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় জামায়াতকে বসাতে জাতি আজ ঐক্যবদ্ধ।
মঙ্গলবার রাতে ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উসমানপুর বাজারে ও ৬ নং ওয়ার্ডের ইছামতী গ্রামে দাঁড়িপাল্লার সমর্থনে পৃথক দুটি নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।
প্রবীন মুরব্বি সোলেমান আহমদের সভাপতিত্বে ও হাফিজ রেদোয়ান খান ও সুলতান আহমদের পরিচালনায় পৃথক দুটি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ওসমানীনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি আনহার আহমদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের এসিস্ট্যান্ট সেক্রেটারি গোলাম হায়দার।
বক্তব্য রাখেন, আব্দুল কাইয়ুম, আব্দুল আলীম, লোকমান আহমদ, মাসুম শিকদার, মাওলানা খলিলুর রহমান। উপস্থিত ছিলেন, মতছির খান, আব্দুল হাই, মোনায়েম খান, মুক্তার আলী, সায়েস্তা মিয়া, শুকুর আলী, মাওলানা আল আমীন, হাফিজ রায়হান আহমদ, মঞ্জুর জায়গীরদার, আহাদ মিয়া, সমেদ মিয়াসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি





