১২ ফেব্রুয়ারীর নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : মুক্তাদির
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৫, ৬:৩৮:৩৯ অপরাহ্ন

সিলেট-১ (সদর ও মহানগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেট সদর ও মহানগর এলাকায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার মধ্য দিয়ে সেই গণজোয়ারের চূড়ান্ত সফলতা আসবে। ধানের শীষের সাথে মিশে আছে এদেশের কোটি জনতার আবেগ। এটি শুধু বিএনপির প্রতীক নয়, এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক ধানের শীষ। আপামার জনতার সম্মিলিত প্রচেষ্টায় সিলেট-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
শুক্রবার সিলেট সদর উপজেলার মোগলগাঁওয়ে জুমআ’র নামাজ আদায় শেষে সর্বস্তরের জনসাধারণের সাথে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ১২ ফেব্রুয়ারী সিলেট সদর ও মহানগরী এলাকার সকল ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। কোন অপশক্তি সাধারণ মানুষের স্বাধীন ভোটাধিকারে যাতে হস্তক্ষেপ করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের মানুষ ভোট ও ভাতের অধিকার অর্জনের জন্য ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছে। দেশের মানুষ আর কোন পেশী শক্তির কাছে আত্মসমর্পন করবে না।
গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, জালালাবাদ থানা বিএনপির আহবায়ক শহীদ আহমদ, মুফতি রায়হান উদ্দিন মুন্নাসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি





