রাজধানীতে নিহত ডিবি কর্মকর্তার জানাজা রাজনগরে সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৫, ৬:৪৭:৩৫ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: রাজধানীতে নিহত সেই ডিবি কর্মকর্তা আফতাব উদ্দিন রিগানের জানাজা তার গ্রামের বাড়ির মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার হামিদপুর গ্রামে সম্পন্ন হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় হামিদপুর ঈদগাহ ময়দানে তাকে নিয়ে আসলে শত শত উৎসুক জনতা তাকে এক নজর দেখতে ভিড় জমান।
জানাজাপূর্ব বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি জামি আহমদ, বখতিয়ার উদ্দিন, মরহুমের ছোট ভাই সিলেট কোতয়ালী থানার এসআই আনিসুজ্জামান জুনেলসহ অনেকে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে রাজধানীতে ময়নাতদন্ত শেষে রাত ১১টায় তার লাশবাহী গাড়ি নিয়ে গ্রামে আসা হয়।
গত বুধবার পল্টনের সিআইডি পরিচালিত ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) সেন্টার থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পল্টন থানা পুলিশ। রিগান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে কর্মরত ছিলেন। ৩৫তম আউটসাইড ক্যাডেট এসআই’তে ২০১৭ সালে ট্রেনিং শেষে যোগদান করেন আফতাব উদ্দিন রিগান। বর্তমানে সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুলে ট্রেনিং করতে এখানে ডরমেটরিতে ছিলেন।
রিগান হামিদপুর গ্রামের মৃত ডা. আনোয়ার উদ্দিন টুনুর ছেলে। ৩ ভাই ও ২ বোনের মধ্যে তিনি সবার বড়। তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে পরিবারের লোকজন সিলেটের সাগরদীঘির পাড়ে বসবাস করছেন।





