খালেদা জিয়া সুস্থ হয়ে মানুষের জন্য কাজ করবেন : আরিফুল হক
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৫, ৭:২৭:৫২ অপরাহ্ন

বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, বিজয়ের মাসে শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আজ বিজয়ের মাসে গণতন্ত্রের প্রতীক দেশ মাতা সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। তিনি যেন সুস্থ হয়ে দেশ-মাটি ও মানুষের জন্য কাজ করতে পারেন দোয়া করছেন কোটি কোটি মানুষ। তিনি বলেন, বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতনের স্বীকার জিয়া পরিবার। জিয়া পরিবারকে ধ্বংস করতে ও জিয়া পরিবারকে রাজনীতি থেকে সরিয়ে দিতে নানান ষড়যন্ত্র করা হয়েছে। দেশ মাতা এক ছেলেকে হারিয়েছেন, এক ছেলেকে নির্যাতন করে নির্বাসনে পাঠানো হয়েছে, দেশ নেত্রীকে দেশ ছাড়ার চক্রান্ত করা হয়েছে তার পরও তিনি দেশ ছাড়েনি, কারো সাথে আপোষ করেননি।তিনি বৃহস্পতিবার জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
৬নং চিকনাগুল ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজ উদ্দিন তেরা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মছদ্দর আলীর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ সাদেক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও ৬নং চিকনাগুল ইউনিয়নের চেয়ারম্যান এবিএম জাকারিয়া, জৈন্তাপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক উসমান আলী, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সামছুজ্জামান চৌধুরী।
এদিকে সন্ধ্যার পর কুমারপাড়াস্থ বাসভবনে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট-জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আরিফুল হক চৌধুরী। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিলেট সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবায়ের আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিনার, সহ-সভাপতি এনামুল কবীর চৌধুরী সুহেল, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের আহবায়ক সায়েদ আহমদ, সদস্যসচিব মুমিনুল হক, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক বদরুল আলম শাওন ও সদস্যসচিব শাহিন আলম। বিজ্ঞপ্তি





