সুনামগঞ্জে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ’ শীর্ষক গোলটেবিল বৈঠক
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৫, ৭:৩১:৫১ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ বিষয়ে নাগরিক মতামত তুলে ধরতে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির কনফারেন্স রুমে সুশাসনের জন্য নাগরিক—সুজন সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন জেলা শাখার সভাপতি নুরুল হক আফিন্দী। সাধারণ সম্পাদক ফজলুল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। ‘গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রম’-এর অংশ হিসেবে এ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্ট সিলেট অঞ্চলের সমন্বয়কারী নাজমুল হুদা মিনা।
বৈঠকে আলোচনায় অংশ নেন সুজনের উপদেষ্টা অধ্যক্ষ (অব.) সৈয়দ মুহিবুল ইসলাম, সিভিল সার্জন (অব.) ডা. মনোয়ার আলী, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, লেখক সুখেন্দু সেন, হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক বিজন সেন রায়, পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি আবু নাসের, রাজনৈতিক ব্যক্তিত্ব আয়ুব করম আলী, জেলা সুজনের সহসভাপতি আলী হায়দার, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি জসীম উদ্দিন, শাহীনা চৌধুরী রুবি, আবুল হোসেন, শহীদ জগৎজ্যোতি লাইব্রেরির সাধারণ সম্পাদক খলিল রহমান, জাসদ কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক সালেহীন চৌধুরী শুভ, মাওলানা মুবাশ্বির আলী, সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, মানবাধিকার কর্মী আমিনুল হক, উপজেলা সুজনের সভাপতি ফারুক রশিদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সন্ধ্যানী ডোনার ক্লাবের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম মজনু, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক মিলনসহ বিভিন্ন পেশার মানুষ।
বক্তারা বলেন, সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক যাত্রার প্রথম ধাপ এবং নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা, আস্থা ও জবাবদিহি প্রতিষ্ঠিত না হলে গণতান্ত্রিক উত্তরণ বাধাগ্রস্ত হয়। নির্বাচন শুধু একটি দিনের ঘটনা নয় বরং এটি একটি কাঠামোবদ্ধ প্রক্রিয়া-যেখানে রাজনৈতিক সদিচ্ছা, স্বাধীন নির্বাচন কমিশন এবং সক্রিয় নাগরিক সমাজ জরুরি।





