মৌলভীবাজার চেম্বার নির্বাচনে বিএনপি জামায়াত প্যানেলের হাড্ডাহাড্ডি লড়াই
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৫, ৭:৫৮:২৫ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: দীর্ঘ একযুগ পর উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেলের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। অর্ডিনারী ১২ পদের মধ্যে ৭টি পদে বিএনপি ও ৫টি পদে জামায়াত এবং এসোসিয়েট ৬টি পদের মধ্যে ৪টিতে বিএনপি ও ২টিতে জামায়াত প্যানেল বিজয়ী হয়েছেন।বৃহস্পতিবার দিনব্যাপি চেম্বার ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ১১টায় ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার মোহাম্মদ মোবারক খান।
অর্ডিনারী পদে ৪৪৪ টি ভোটের মধ্যে কাস্ট হয়েছে ৪১২টি এবং এসোসিয়েট পদে ২২৩টি ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১৮৫টি। নির্বাচনে অর্ডিনারী পদে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হয়েছেন জামায়াত সমর্থিত প্রকৌশলী মো. মোয়াজ্জেম হোসেন। জামায়াত প্যানেলের অন্যান্য বিজয়ীরা হলেন, সৈয়দ মহিউদ্দিন আহমদ শাহিন, মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী (মোর্শেদ), মো. আবু নোমান মুয়িন ও জহিরুল ইসলাম জাকির। বিএনপি সমর্থিত প্যানেলের বিজয়ীরা হলেন, হাসান আহমেদ জাবেদ, মো. আব্দুল মুকিত, সাইফুল ইসলাম টুটুল, এমদাদুল হক এমাদ, হাফেজ আহমদ মাহমুদ, হানিফ মোহাম্মদ খান নিয়াজ ও আবুল কালাম বেলাল।
নির্বাচনে এসোসিয়েট পদে বিজয়ী হয়েছেন বিএনপি প্যানেলের মো. রুবেল মিয়া, মির্জা সোহেল বেগ, মো. দেলোয়ার হোসেন ও সৈয়দ সালমান আহমেদ জুমন। জামায়াত প্যানেলের বিজয়ী হয়েছেন, মো. আলখাছ উর রহমান ও মো. মোক্তাদির হোসাইন। নির্বাচনী ফলাফল পর্যালোচনা করে দেখা যায় বিজয়ী ও পরাজিত প্রার্থীদের ভোটের ব্যবধান ছিল খুব কাছাকাছি।




