কেমুসাস বইমেলায় ক্যালিগ্রাফি প্রতিযোগিতার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৫, ৮:০৪:১৬ অপরাহ্ন

কেমুসাস ভাষাসৈনিক মতিন উদ্দিন জাদুঘরের পরিচালক ডা. মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার বলেছেন, ক্যালিগ্রাফি শুধু একটি শিল্প নয়; এটি নান্দনিকতা, ধৈর্য, মননশীলতা এবং সৃজনশীলতার এক অপুর্ব মেলবন্ধন। বিশেষ করে ইসলামী ক্যালিগ্রাফি আমাদের ধর্মীয়, সাংস্কৃতিক ও নৈতিক মূল্যবোধের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। কেমুসাস বইমেলায় এসে কোমলমতি শিক্ষার্থীদের সৃজনশীলতার প্রতি আগ্রহ ও শিল্পচর্চার প্রতি দায়বদ্ধতা দেখে আমি মুগ্ধ হয়েছি।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস)-এর উদ্যোগে ৯ দিনব্যাপী ১৯তম কেমুসাস বইমেলার চতুর্থ দিনে ক্যালিগ্রাফি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদের কোষাধ্যক্ষ ও বইমেলা উপকমিটির আহ্বায়ক জাহেদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেলে কেমুসাস প্রাঙ্গণে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। বইমেলা উপকমিটির সদস্য সচিব কামরুল আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির সভাপতি দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেমুসাসের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, কেমুসাসের কার্যকরী পরিষদ সদস্য ছয়ফুল করিম চৌধুরী হায়াত, বইমেলা উপকমিটির সদস্য মোয়াজ আফসার ও রেজাউল করিম।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রাহাত আহমদ সোহাগ। বিচারক হিসেবে ছিলেন সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির শিক্ষা সম্পাদক আবুল হাসান ও সিলেট ক্যালিগ্রাফার্স এসোসিয়েশনের সদস্য জাহিদুল ইসলাম চৌধুরী। ক্যালিগ্রাফি প্রতিযোগিতায় সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। ক্যালিগ্রাফি প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা ও ‘খ’ গ্রুপে কলেজ/বিশ্ববিদ্যালয় সমমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি





