শেষ হলো এমবিবিএস ভর্তি পরীক্ষা
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৫, ৮:১৬:৫৭ অপরাহ্ন
সিলেটের ৩ কেন্দ্রে ৪৮০৮ জনের পরীক্ষা

স্টাফ রিপোর্টার: সিলেটে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় সিলেটের তিনটি কেন্দ্রসহ দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে একযোগে এ পরীক্ষা শুরু হয়। বেলা সোয়া ১১টায় পরীক্ষা শেষ হয়।
জানা গেছে, সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজ ও সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছেন ৪ হাজার ৮০৭জন পরীক্ষার্থী। এছাড়া আদালতের নির্দেশে সিলেট কেন্দ্রীয় কারাগারে নেহাল আহমেদ নামের একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। সবমিলিয়ে সিলেট ভেন্যুতে মোট ৪ হাজার ৮০৮জন শিক্ষার্থী এমবিবিএস-বিডিএস পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সকাল থেকে সিলেটের তিনটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়। এসএমপি জানায়, সকাল ৯টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে মিছিল সভা সমাবেশ, গান-বাজনা, হৈচৈ, উচ্চস্বরে চিৎকার, ঢাকঢোল বাজানো, মাইক্রোফোন, লাউড স্পিকার, বা অন্য কোনো শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বন্দুক, ছোরা বা লাঠি বহন, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহার, বহিরাগত ও অননুমোদিত ব্যক্তির প্রবেশ এবং জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ যেকোনো কাজ নিষিদ্ধ ছিল।
এদিকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। শুক্রবার দুপুরে ঢাকার একটি কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উপস্থিতির হারের এখনো চূড়ান্ত তথ্য আসেনি। আমি যে দুটি কেন্দ্র (ভিকারুননিসা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়) পরিদর্শন করেছি, সেখানে উপস্থিতির হার ভালো ছিল। সারাদেশে কোনো কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ ব্যাপারে আমরা কোনো তথ্যও পাইনি। অন্যান্য সময় গুজব ছড়ানোর ঘটনা ঘটেছে। এবার এটাও হয়নি। তিনি বলেন, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এ বছর আবেদন করেছিল ১ লাখা ২২ হাজার ৬৩২ জন। এর মধ্যে ৪৯ হাজার ২৮ জন ছেলে এবং ৭৩ হাজার ৬০৪ জন মেয়ে।
কবে নাগাদ ফলাফল দেওয়া হবে জানতে চাইলে অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, সাধারণভাবে ৭২ থেকে ৯৬ ঘণ্টার মধ্যে ফলাফল ঘোষণা করা হয়। আমরা এই সময়ের মধ্যেই থাকার চেষ্টা করবো। এবার দুটি ভর্তি পরীক্ষা এক সঙ্গে হয়েছে। অন্যান্য সময় এমবিবিএস ও বিডিএস দুটি পরীক্ষা হতো। সেজন্য অপারেশনাল বিষয়ে কিছুটা পার্থক্য হতে পারে। এমবিবিএস শেষ করার পর বিডিএস হতে পারে। যদিও চয়েস দেওয়া হয়েছে এক সঙ্গে। আগে সাধারণ এমবিবিএস পরীক্ষা হয়ে যেত। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিডিএস হতো। এবার এক পরীক্ষার মাধ্যমে দুটি ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। সে কারণে ভর্তির প্রক্রিয়ার সম্পন্ন করার সময় প্রলম্বিত হবে। ফলাফল প্রকাশ হয় তো খুবই অল্প সময়ে সম্ভব হবে।
অধ্যাপক সায়েদুর রহমান বলেন, মূল্যায়ন প্রক্রিয়া সাধারণত শুরু হয় সন্ধ্যার পর। কখনো খানিকটা দেরিও হয়। ঢাকার কেন্দ্রগুলোর খাতা আসলে সাধারণত মূল্যায়ন শুরু হয়। সারাদেশের প্রায় লক্ষাধিক শিক্ষার্থীর ফল আসে। সেটা সম্পন্ন করে আগামীকাল বা পরশু …, তবে কোনোটাই নিশ্চিত করে বলা কঠিন। তবে মেশিনগুলো আগের তুলনায় গতিশীল। তারপরও দিনক্ষণ নির্দিষ্ট করে বলা কঠিন। ২৪ ঘণ্টায় মৌলিক কাজগুলো হয়ে যায় জানিয়ে স্বাস্থ্য বিশেষ সহকারী বলেন, তবে ছোট-খাটো ভুলগুলো সমাধান করতে সময় লাগে।





