শাবি কেন্দ্রে ঢাবির ভর্তি পরীক্ষা আজ
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৫, ৮:১৯:৩০ অপরাহ্ন
পরীক্ষার্থীদের সুবিধার্থে থাকছে বাস

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২০২৫-২৬ সেশনের ভর্তি পরীক্ষা আজ শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্যবি) কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু যেসব শিক্ষার্থী শাবিপ্রবি কেন্দ্রে পরীক্ষার আবেদন করেছেন, শুধু তারাই এই কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিতে পারবে।
ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি নির্দেশিকা অনুযায়ী, সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে শিক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।
জানা গেছে, ইতোমধ্যে পরীক্ষার সিট প্ল্যান প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সিট প্ল্যান জেনে নিতে পারবে শিক্ষার্থীরা। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। এছাড়া পরীক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা পাওয়া যাবে ওয়েবসাইটে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২০২৫-২৬ সেশনের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ফ্রি পরিবহন বাস দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আ ফ ম জাকারিয়া কর্তৃক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২০২৫-২৬ সেশনের ভর্তি পরীক্ষায় শাবিপ্রবি কেন্দ্রে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৭টি বাস ক্যাম্পাস থেকে সিলেট নগরীর বিভিন্ন গন্তব্যে নির্ধারিত সময়ে চলাচল করবে। পরিবহন সংকট এড়াতে শিক্ষার্থীদের জন্য এই বাস দেওয়া হয়েছে। এটি ব্যবহার করে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে ও যেতে পারবে।





