এলএলবি পরীক্ষার হল পরিদর্শনে শাবি প্রো-ভিসি
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৫, ৮:২১:৪৭ অপরাহ্ন

শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি প্রথম পর্বের (২০২৪) পরীক্ষার হল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। গতকাল শুক্রবার বেলা ১২টায় তিনি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে। পরিদর্শনকালে তিনি পরীক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষা গ্রহণের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম, মহাবিদ্যালয় পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ ইউনুস আলী, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মাহবুব হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মখলিছুর রহমান ও শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) দিগ্বিজয় চক্রবর্তী প্রমুখ। বিজ্ঞপ্তি





