এমসি কলেজে শীতকালীন ছুটি শুরু
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৫, ৮:২৩:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজে শীতকালীন ছুটি থেকে শুরু হয়েছে। কলেজের অধ্যক্ষ গোলাম আহমদ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও বড় দিন উপলক্ষে ১৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটি থাকায় গতকাল শুক্রবার থেকে এ ছুটি কার্যকর হয়েছে। তবে সরকারি বন্ধের দিন ব্যতিত বিভাগ ও কলেজের প্রশাসনিক অফিসের কার্যক্রম যথারীতি চালু থাকবে বলেও জানানো হয়।




