ভাতালিয়ায় বিপুল মদসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৫, ৯:২৮:০৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর ভাতালিয়া থেকে বিপুল মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার দিবাগত রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোতোয়ালী থানাধিন ভাতালিয়া এলাকার শেখ ফরিদ লজ দ্বিতীয় তলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম টিটু সাহা (৪৫)। সে চাঁদপুর সদর থানার কোরালিয়া গ্রামের মৃত রনজিৎ সাহার ছেলে। এসময় তার কাছ থেকে ২৯১ বোতল হুইস্কি ও ভদকা জব্দ করা হয়।
রোববার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃতকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।




