বড়লেখায় কেএসকেপি’র পরিচ্ছন্নতা অভিযান
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৫, ৭:১৯:৪৯ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখার কাঠালতলী বাজারে প্রায় এক বছর আগে সাতটি উন্নতমানের ডাস্টবিন স্থাপন করেছিল কাঠালতলী সমাজকল্যাণ পরিষদ। দীর্ঘদিনে ডাস্টবিনগুলো ময়লায় পরিপূর্ণ হলেও আর কেউ ময়লাগুলো অপসারণ করেনি। অযত্ন আর অবহেলায় ডাস্টবিনগুলোও বিবর্ণ হয়ে যাচ্ছিল।
অবশেষে শনিবার কাঠালতলী সমাজকল্যাণ পরিষদের সদস্যরাই ডাস্টবিনগুলোর ময়লা অপসারণ, ডাস্টবিন ও বাজার পরিস্কারের অভিযানে নামেন। আর এই পরিচ্ছন্নতা অভিয়ানে তাদের সঙ্গে অংশ নেন এই সংগঠনের সাথে সম্পৃক্ত বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, ব্যবসায়ি ও সমাজসেবকেরা।
ডাস্টবিন ও বাজার পরিচ্ছন্নতা কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশ নেন সুজানগর পাথারিয়া কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রেজাউল হক রাসেল, মাধবকুণ্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোইদ খান, কেছরীগুল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান মুক্তা, চুকারপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জিয়াউর রহমান, ব্লু-বার্ড কিন্ডারগার্টেনের সহকারী প্রধান শিক্ষক তোফায়েল আহমদ, সহকারী শিক্ষক কিবরিয়া আল মাহমুদ, কাঠালতলী একাডেমির শিক্ষক রায়হান চৌধুরী, কাঠালতলী একাডেমির সহকারী শিক্ষক শামীম আহমদ, কেএসকেপির সহ সভাপতি আহাদুর রহমান, ক্রিয়েটিভ এন্ড প্ল্যানিং ডিরেক্টর মুরশেদ আলম, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক জাবের আহমদ, সহ অর্থ সম্পাদক মিনহাজুল ইসলাম প্রমুখ।




