হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৫, ৭:৩৪:১৪ অপরাহ্ন

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুর ১২:৩০ টায় গোপায়া ইউনিয়ন পরিষদ থেকে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা শুরু হয়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়।
কৃষি সংশ্লিষ্ট নানা রঙ্গীন ফেস্টুন নিয়ে শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি.কে. গউছ, হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক ইসলাম তরফদার তনু, বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা মুখলিছুর রহমান, সেক্রেটারি কাজী মহসিন আহমেদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হবিগঞ্জ জেলা শাখার আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শামসুল হুদা, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বেলুন উড্ডয়ন শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বলেন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে হবিগঞ্জ তথা হাওরাঞ্চলের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ২০২০ সালের ১৭ ডিসেম্বর কৃষি শিক্ষা ও কৃষি গবেষণার উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। আধুনিক শিক্ষা ও গবেষণার কৌশল প্রয়োগের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যোগ্য নেতৃত্ব তৈরিতে বিশ্ববিদ্যালয়টি কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি



