জগন্নাথপুরে যুবলীগ নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৫, ৫:৫৯:১৪ অপরাহ্ন
জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে অপারেশন ডেভিল হান্ট ফেজ টু অভিযানে মো. রফিকুল ইসলাম তাজকে (৪০) গ্রেফতার করা হয়েছে। রফিকুল ইসলাম তাজ উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক।
শুক্রবার গভীর রাতে জগন্নাথপুর থানা পুলিশ চিলাউড়া মাঝপাড়া গ্রামে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। রফিকুল ইসলাম তাজ জগন্নাথপুর থানায় নিয়মিত মামলার আসামী। সে উপজেলার চিলাউড়া মাঝপাড়া গ্রামের মৃত হাসিম উল্ল্যার ছেলে। থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, অপারেশন ডেভিল হান্ট ফেজ টু এর আওতায় রফিকুল ইসলাম তাজকে গ্রেফতার করে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।


