ট্রাভেল পাস পেলেন তারেক রহমান
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৫, ৯:০১:৩৭ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরতে ট্রাভেল পাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি দেশে আসার জন্য ট্রাভেল পাস নেওয়ার জন্য দূতাবাসে আবেদন করলে সেটি অনুমোদন করে দূতাবাস। গতকাল শুক্রবার বিকেলে তারেক রহমানের বড় মেয়ে জাইমা জারনাজ রহমান নিজের ফেসবুক একাউন্টে দেওয়া স্ট্যাটাসে এ তথ্য জানান। জাইমা জারনাজ রহমান লিখেন, আলহামদুলিল্লাহ, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন। যদিও এ বিষয়ে এখনও কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি বিএনপির পক্ষ থেকে।
দলীয় সূত্রে জানা গেছে, ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর পৌনে ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিমানবন্দর থেকে সরাসরি তিনি ৩০০ ফিট এলাকার সংবর্ধনা মঞ্চে উপস্থিত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে ১৬ ডিসেম্বর যুক্তরাজ্যে বিজয় দিবসের অনুষ্ঠানে তারেক রহমান ঘোষণা করেছিলেন, আগামী ২৫ ডিসেম্বর আমি বাংলাদেশে যাচ্ছি।
তারেক রহমান ২০০৭ সালে ১/১১ পটপরিবর্তনের পর গ্রেফতার হন। ২০০৮ সালের সেপ্টেম্বরে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি লন্ডনেই অবস্থান করছেন এবং সেখানে থেকেই দল পরিচালনা করছেন। ২০১২ সালে যুক্তরাজ্যে সপরিবারে অ্যাসাইলাম আবেদন করেন তারেক রহমান। সেটা এক বছরের মাথায় অনুমোদন করে দেশটির সরকার। এর পর তিনি আর বাংলাদেশের পাসপোর্টের আবেদন করেননি। এমনকি ৫ অগস্ট পট পরিবর্তনের পরও তিনি পাসপোর্টের আবেদন করেননি। তিনি যুক্তরাজ্যের নাগরিকত্তব নিয়েছেন কি না, সেটাও এখনও স্পষ্ট নয়। ফলে তাকে বিশেষ ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে হচ্ছে।





