বড়লেখায় প্রাক-বড়দিন উদযাপন
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৫, ৬:৫৯:৩৬ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, বড়খলা বিডি-০৪৩২ এর উদ্যোগে শুক্রবার বড়লেখার মাধবকুণ্ড সংলগ্ন ৯ নং খাসিয়া পুঞ্জিতে প্রকল্পভূক্ত শিশুদের বার্ষিক উপহার বিতরণ ও প্রাক-বড়দিন উদযাপিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে কেক কেটে প্রাক-বড়দিন উদযাপনের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন ইউএনও গালিব চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য দেন প্রকল্পের ব্যবস্থাপক ষ্টিফেন মারলিয়া।
বরমচাল লুমডনবক ডেভলপমেন্ট ফাউন্ডেশনের পিডিএ চেয়ারম্যান লাভলী সুছিয়াংয়ের সভাপতিত্বে ও প্রকল্পের হিসাবরক্ষক মর্নিং সুছিয়াংয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও গালিব চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আব্দুর রব, ইউপি সদস্য হিফজুর রহমান, লুমডনবক ডেভলপমেন্ট ফাউন্ডেশনের পিডিএ কো-অর্ডিনেটর ডেন্টিনা মারলিয়া, বড়খলা বিডি-০৪৩২ প্রকল্পের এলসিসি চেয়ারম্যান পিল পালা প্রমুখ। প্রজেক্টের কার্যক্রম সম্পর্কে অভিভাবক অনুভুতি প্রকাশ করেন সুজিতা বাউরি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুর রব, ৭নং খাসিয়া পুঞ্জি বিডি-০৪০১ এর এলসিসি চেয়ারম্যান প্রবিনসন সুছিয়াং প্রমুখ। প্রাক্-বড়দিন উদযাপন উপলক্ষ্যে প্রকল্পের শিশুরা ট্রাডিশনাল গান ও নৃত্য পরিবেশন করেছে।




