শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: মুকতাবিস উন নূর
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৫, ৯:০২:২৯ অপরাহ্ন

দৈনিক জালালাবাদ সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নূর বলেছেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হিেেসব গড়ে তুলতে হবে। আর ভালো মানুষ হওয়ার জন্য শিশুকাল থেকেই নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। নৈতিক শিক্ষার মূলভিত্তিই হচ্ছে ধর্মীয় শিক্ষা। এজন্য অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ব্যাপারে গুরুত্ব প্রদান করা সময়ের দাবি। আমার জানামতে নলেজ হারবার স্কুল অ্যান্ড কলেজ আধুনিক শিক্ষার সাথে নৈতিক শিক্ষার সমন্বয় করে শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করছে-যা খুবই প্রশংসনীয়। তিনি শনিবার সিলেট নগরীর শাহজালাল উপশহরস্থ নলেজ হারবার স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ফলাফল ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
নলেজ হারবার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কবি নাজমুল আনসারীর সভাপতিত্বে এবং শিক্ষিকা শুকরা চৌধুরী ও ফৌজিয়া খানের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী আহসান উল্লাহ শোয়েব। স্বাগত বক্তব্য দেন নলেজ হারবারের উপাধ্যক্ষ ওমর শরীফ নোমান। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন খসরুল হোসেন, শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন কানিজ ফাতেমা, সৈয়দা মাজেদা মিজান তাহিয়াত, ফারহানা রহমান, সিনথিয়া জারিন চৌধুরী, রাকিব আলী, আলমগীর কবির ও আবু বকর আল মুন্না প্রমুখ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ কবি নাজমুল আনসারী বলেন, শিক্ষা কেবল পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রকৃত শিক্ষা হলো মানুষ হওয়া-নৈতিকতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক গুণাবলি অর্জন করা। আমাদের লক্ষ্য এমন প্রজন্ম গড়ে তোলা, যারা জ্ঞানী হওয়ার পাশাপাশি সৎ, সাহসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের মধ্যে অ্যাওয়ার্ড বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি।



