জগন্নাথপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৫, ৯:০৩:৩৮ অপরাহ্ন
জগন্নাথপুর সংবাদদাতা: জগন্নাথপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাউধরন ও স্বজনশ্রী গ্রামের লোকজনদের মধ্যে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাউধরন গ্রামের কয়েকজন লোক রানীগঞ্জ বাজারে যাওয়ার পথে রাস্তায় স্বজনশ্রী গ্রামের লোকজন তাদেরকে গাড়ি আটকিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয়। এরই জের ধরে শনিবার সকালে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দেড় ঘন্টাব্যাপী সংঘর্ষে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই গ্রামের ৩০ জন আহত হন।
আহতরা হলেন-স্বজনশ্রী গ্রামের মতিউর রহমান (৪০), জাহিদুল ইসলাম (১৫), শামসুল ইসলাম (২০), উজ্জল মিয়া (৩৫), তাহমিদ মিয়া (১৮), রাহিম আলী (২০), মউসুদ মিয়া (২০), মধু মিয়া (২৬), দুদু মিয়া (৩৫), মুরসালিন মিয়া (২৮), জাহিদুল ইসলাম (২২), আজিজুর রহমান (৫২), ফুলসাদ মিয়া (২২), ফাহিম মিয়া (১৭), দিলসাদ মিয়া (২৪), জালাল উদ্দিন (৫০), ফাহিম আহমদ (১৭), সানাওর মিয়া (৪০), রুমান মিয়া (৩২), রাকিব আহমদ (১৭) ফয়সল (৩৫), লিটন মিয়া (৪০), মাহবুব মিয়া (২৪), বাউধরন গ্রামের হবিবুর রহমান (৩৫), সুজন মিয়া (৪০), সাজু মিয়া (২২), তানভীর আহমদ (২০), বেলাল আহমদ (২৫) ও আফসর মিয়া (৪০)। এদের মধ্যে গুরুতর আহত ৬জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অন্যান্যদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


